জম্মু ও কাশ্মীরকে ভাগ করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (৯ আগস্ট) জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করেন তিনি।
এর ফলে রাজ্য ভেঙে তৈরি হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ প্যাটেলের জন্মদিনে আত্মপ্রকাশ করবে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।
কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে থাকবে ১০৭ আসনের বিধানসভা। পরে তা বাড়িয়ে ১১৪ করা হবে। ২৪টি আসন খালি থাকবে কারণ তা পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে।
অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনো বিধানসভা থাকবে না। সেটি হবে চণ্ডীগড়ের মতো।
উল্লেখ, গত সোমবার সংসদে ৩৭০ ধারা বাতিল হয়ে যায়। এরফলে রাজ্যের বিশেষ আইন ৩৫-ও বাতিল হয়ে যায়। এই ধারা বাতিলের পর জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজীবন জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত রাজ্য থাকবে না।