রাস্তায় পশু কোরবানি নয়: আহ্বান মেয়র নাছিরের

নগরের কোনো রাস্তায় পশু কোরবানি না দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -

শনিবার (১০ আগস্ট) সকালে নগরের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতস্থল পরিদর্শনকালে তিনি এ আহবান জানান।

- Advertisement -google news follower

এ সময় মেয়র সাংবাদিকদের সঙ্গে ঈদ জামাতের প্রস্তুতি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কথা বলেন। তিনি কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

মেয়র বলেন, বর্জ্য অপসারণে বিভাগীয় সেল খোলা হয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করে সেখানে চারজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে গতিশীলতা আনতে গঠিত সেলের অধীনে সার্বিক দায়িত্ব পালন করবে চসিক পরিচ্ছন্নতা বিভাগ।

- Advertisement -islamibank

ঈদের দিন ও পরের দুইদিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবে গঠিত সেল।

এদিকে ঈদ জামাতের প্রস্তুতি বিষয়ে মেয়র বলেন, ঈদের দিন বৃষ্টির বিষয়টি মাথায় রেখে জামাতস্থলে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী জামাতস্থলের নিরাপত্তা বিধানে সার্বিক দায়িত্ব পালন করবে।

চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM