দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা। তার অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর ফুসফুস ও হৃৎপিণ্ডে বেশকিছু সমস্যা রয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন।
`রজনীগন্ধা`, `ছোটি সি বাত`, ছবিতে অভিনেতা অমল পালেকরের বিপরীতে অভিনয়ের জন্যই বিদ্যা সব থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন।
সম্প্রতি `কুলফি কুমার বাজেওয়ালা` ধারাবাহিকেও দেখা যায় বিদ্যা সিনহাকে। একতা কাপুর কাব্যঞ্জলি ধারাবাহিকেও অভিনয় করেন বিদ্যা। তাকে দেখা গেছে সালমানের `বডিগার্ড` ছবিতেও।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা সিনহাকে। ১৯৬৮ সালে তাঁর এক প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিদ্যা। এক কন্যা সন্তান দত্তক নেন। পরে ১৯৯৬ সালে মৃত্যু হয় বিদ্যা সিনহার স্বামীর।
পরে নেতাজি ভীমরাও সালুঙ্খে নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিদ্যা। তবে ভীমরাও বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ করেন বিদ্যা।
জয়নিউজ/পিডি