নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমুদুল হক।
এরপর সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নগরের নগরের ৪১টি ওয়ার্ডের ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
এসময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
এতে উপস্থিতি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দীন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর ও আবু সুফিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।