ডেঙ্গু কেড়ে নিল শিশু পরশের প্রাণ

লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু কেড়ে নিয়েছে ৪ বছরের শিশু পরশের প্রাণ।

- Advertisement -

ঈদের দিন সোমবার রাতে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা। শিশু পরশ কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়ার দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।

- Advertisement -google news follower

এর আগে রোববার সকাল ৬টার দিকে মারা যান লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন নামের এক বৃদ্ধ। তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে শনিবার বিকেলে গ্রামের বাড়ি আসেন। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে শিশু পরশের খালু মো. ইব্রাহিম জানান, শনিবার সকাল থেকে পরশের জ্বর দেখা দেয়। দুই দিনেও জ্বর ভালো না হওয়ায় সোমবার বিকেলে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোরশেদ আলম হিরু। নোয়াখালী নেওয়ার পথে রাত ১০টায় মারা যায় পরশ।

- Advertisement -islamibank

উল্লেখ্য, গত ১৮ দিনে সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৮ জন।

জয়নিউজ/মনির

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM