ভারতের ৪ রাজ্যে বন্যায় মৃত ২০০

ভারতের কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাট- এ চার রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রবল বৃষ্টি ও বন্যায় কেরালায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ এবং কর্নাটকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

- Advertisement -

স্থানীয় খবরে বলা হয়, কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাটে মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে অনেক মানুষ।

- Advertisement -google news follower

জানা যায়, কর্নাটকে ২ হাজার ৮০০টি গ্রাম পানির নিচে। ৪০ হাজার ৫২৩টি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। ১ হাজার ২২৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৬ লাখেরও বেশি মানুষ।

গুজরাটের কুচ জেলায় উদ্ধারকাজে নেমেছে বিমানবাহিনী। কর্নাটক ও মহারাষ্ট্রে বৃষ্টির সঙ্গে চলছে ধস। ফলে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কেরালায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মালাপ্পুরমে। ২৯ জনের মৃত্যু হয়েছে সেখানে। কোঝিকোড়ে ১৭ জন এবং ওয়াইনাডে ১২ জন মারা গেছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM