জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখনো যথেষ্ট স্পর্শকাতর। কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে সময় দিতে হবে বলেই মত দিলেন ভারতের সুপ্রিম কোর্ট।
কাশ্মীরের একটি আঞ্চলিক দলের করা পিটিশনের প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৩ আগস্ট) এমনটাই বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি অজয় রাস্তোগির ডিভিশন বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়।
প্রথম শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘আমরা স্বাভাবিক অবস্থা প্রত্যাশা করি। কিন্তু এক রাতের মধ্যে সব কাজ করা যাবে না। কেউ জানে না কী হবে। সরকারের উপরও কাউকে না কাউকে নির্ভর করতে হবে। আর এটা (কাশ্মীর) খুবই সংবেদনশীল একটি ইস্যু।’
পিটিশন দাখিলের তিনদিন পর সুপ্রিম কোর্টে এ নিয়ে প্রথম শুনানি হল। প্রথম শুনানির পর আদালত পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আরও দুই সপ্তাহ পর।
তবে ৫ আগস্টের পর যেসব আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।