২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট ইভেন্ট। নারীদের ক্রিকেট দিয়ে আপাতত ফেরানো হচ্ছে ক্রিকেট।
আটদিনের এ আয়োজনে কমনওয়েলথ দেশভুক্ত শীর্ষ আট টি-টোয়েন্টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচ হবে এজবাস্টনে। এর ফলে দুই যুগ পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট ইভেন্ট।
এর আগে ১৯৯৮ সালে শেষবার কমনওয়েলথ গেমসে ক্রিকেট ইভেন্ট ছিল। কুয়ালামপুরে ৫০ ওভারের ম্যাচ আয়োজন করেছিল আয়োজকরা। সেইসময় অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে গোল্ড মেডেল পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
কমনওয়েলথ গেমস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডেম লুইস মার্টিন বলেছেন, আজকের ঐতিহাসিক দিনটি আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে। আমরা কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফেরাতে পেরেছি।
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যামি সাথারওয়েট তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ক্রিকেটের উন্নতি ও ছড়িয়ে দেওয়ার জন্য এটা যুগান্তকারী সিদ্ধান্ত।
আইসিসির প্রধান নির্বাহী মানু সাউথনি বলেছেন, নারীদের ক্রিকেট দিনকে দিন অনন্য উচ্চতায় চলে যাচ্ছে। আমরা খুবই খুশি যে কমনওয়েলথ কর্তৃপক্ষ তাদের বড় আসরে ক্রিকেট ইভেন্ট পুনরায় চালু করেছে। যারা এর পক্ষে ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট কমনওয়েলথ গেমসের জন্য পারফেক্ট। আশা করছি, দারুণ কিছু পেতে যাবে পুরো বিশ্ব।