মেলবোর্নে ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রদর্শিত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যচিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রদর্শিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় হাইপয়েন্ট হয়টস সিনেমা হলে এ তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।

- Advertisement -google news follower

এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তা উপভোগ করেন। এদিকে, এ তথ্যচিত্রটি দেখতে আসায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেলবোর্ন আওয়ামী লীগের সভাপতি ড. মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক ও মেলবোর্ন যুবলীগের সভাপতি মো. জেমস খান।

পিপলু খানের পরিচালিত এ তথ্যচিত্রটি ২০১৮ সালের ১৫ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। পরবর্তীতে এই বছরের জুলাই মাসে এটি দক্ষিণ আফ্রিকার ডারবার ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। এছাড়া এই বছরের শেষের দিকে স্পেনের বার্সেলোনা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ও দক্ষিণ কোরিয়ার ডিএমজেড ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM