জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জয়নিউজকে শোক দিবসের বিভিন্ন কর্মসূচির কথা জানান।
সিটি মেয়র জয়নিউজকে বলেন, ‘মহানগর আওয়ামী লীগ ১৫ আগস্ট দিনব্যাপী ব্যাপক পরিসরে শোকের কর্মসূচি পালন করবে। সকালে দারুল ফজল মার্কেট কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ নগরের ৪১টি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডেও শোক দিবসের কর্মসূচি পালন করা হবে।’
আগামী ১৭ আগস্ট নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবেও বলে জানান মেয়র।