জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে ২৮নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল কাদের।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে প্রথমে ওয়ার্ড অফিসে দোয়া মাহফিল ও পরে পাঠানটুলী স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর কাদের বলেন, বঙ্গবন্ধু জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন জেলখানায়। নিজের সুখ-শান্তি বিলিয়ে দিয়েছেন দেশের জন্য। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশকে স্বাধীন করার জন্যই এ কারাভোগ। কিন্তু আমাদের দেশেরই কিছু মুনাফেক ১৯৭৫ সালের এ দিনে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। তারা চেয়েছিল স্বাধীন হওয়া বাংলাদেশের নাম মুছে যাক। কিন্তু তাদের স্বপ্ন স্বার্থক হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তহাতে দেশের হাল ধরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।
এতে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ জাহেদ আহমেদ, শিক্ষক সাগীর আহমেদ, মো. শাহজাহান সাজু, মো. হাসান শরীফ, রশীদ আহমেদ, আহসানুল কবীর সুমন, দিদারুল আলম দিদু, ওবায়েদুল কাদের মিন্টু, ইমাম হোসেন ইমাম, যুবলীগ নেতা আবদুল মান্নান, আহমদ আবদুর রহিম।