জেএমবির বোমা হামলা: বিচারের প্রতীক্ষায় ৫৯ মামলা

১৪ বছর আগের ঘটনা। ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলার ৫০০ স্থানে একযোগে বোমা হামলা চালায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। দীর্ঘদিনে এ ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ৫৯টি বিচার শেষ হয়নি।

- Advertisement -

জামালপুরের শায়খ আবদুর রহমানের নেতৃত্বে সালাফি মতাদর্শী জঙ্গি সংগঠন জেএমবির জন্ম ১৯৯৮ সালে। তবে সংগঠনটির নাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায়।

- Advertisement -google news follower

এরপর জঙ্গিবিরোধী ব্যাপক অভিযানে নামে পুলিশ ও র‌্যাব। ছয় মাসের মধ্যে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ জেএমবির শীর্ষ নেতাদের প্রায় সবাই গ্রেপ্তার হন। শীর্ষ পাঁচ নেতার ফাঁসির রায় হয়, যা কার্যকর হয় ২০১৭ সালে।

র‌্যাব সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় সারাদেশে জঙ্গিদের বিরুদ্ধে ১৬১টি মামলা হয়। এতে মোট আসামি ৬৬০। পরে এসব মামলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৫৫ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৩৫ জন বিভিন্ন সময় জামিনে মুক্তি পান। এখনো পলাতক আছে ৫০ জন আসামি।

- Advertisement -islamibank

র‌্যাব আরো জানায়, এ পর্যন্ত ১০২ মামলার রায় হয়েছে। এতে ২৪৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে ১৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। এসব মামলা থেকে খালাস পান ১১৮ জন। তবে ১৪ বছরেও শেষ করা যায়নি ৫৯টি মামলার বিচারকাজ।

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM