নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ থাকবে না : কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

- Advertisement -

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ থাকবে না। টেকনোক্র্যাট কেউ থাকবে না। মন্ত্রিসভার আকার ছোট হবে।

- Advertisement -google news follower

মন্ত্রী জানান, জাতীয় পার্টি মন্ত্রিসভায় দুই একজনকে রাখার অনুরোধ জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রিসভার আকার গতবারের মতোই হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। আর বিএনপি আসলে জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। সবক্ষেত্রে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM