খাগড়াছড়িতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।

- Advertisement -

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেল বাগানে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকো মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে টাউন হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও উপজেলা চেয়ারম্যান শানে আলম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলাসহ হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর করার চেস্টা চালিয়েছিলো বিএনপি জামায়াত জোট। এসময় বক্তারা বিএনপি জোটের সন্ত্রাস, হত্যাকাণ্ড ও জঙ্গিঁবাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

- Advertisement -islamibank

জয়নিউজ/জাফর/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM