দেশে এ বছর এখন পর্যন্ত ৫১ হাজার ৪৭৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ হাজার ৫৮০ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ পরিসংখ্যান জানা গেছে।
জানা যায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৭ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।