এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম ছিল খুব কম। অস্বাভাবিক এই দরপতনের কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মহিউদ্দিন ফরহাদ হানিফ এই রিট করেন।
কোরবানির পশুর চামড়ার মূল্যের দরপতনের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার পাশাপাশি এই অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে রিটে।