‘নিউজ করার সময় সাংবাদিকদের দেশপ্রেমের ব্যাপারটা মাথায় রাখতে হবে। কারণ সাংবাদিকদের মানুষ বিশ্বাস করে। আইএসপিআর সাংবাদিকদের সবসময় নির্ভরযোগ্য তথ্য দেয়।’
রোববার (১৮ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এসব কথা বলেন।
সশস্ত্র বাহিনীর কণ্ঠস্বর হিসেবে আইএসপিআর কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য কাজ করি। আমাদের ওয়েবসাইটে সব কর্মকর্তার নম্বর দেওয়া রয়েছে। আমরা সবার পরামর্শ শুনি।’
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিকের জিটুআই মেজর আবু সাঈদ গোলাম মওলা, আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম, তাপসী রাবেয়া।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সহসভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিনিয়র সাংবাদিক সমীর বড়ুয়া, শামসুল হক হায়দরী, হাসান আকবর, নিরুপম দাশগুপ্ত, সারোয়ার সুমন, শহীদুল্লাহ শাহরিয়ার, অনিন্দ্য টিটো, হামিদ উল্লাহ, শিমুল নজরুল, তাজুল ইসলাম, আলমগীর সবুজ, নয়ন বড়ুয়া জয়।