ফেসবুকে যোগ হয়েছে চাকমা ভাষা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকমা ভাষা যোগ হয়েছে। এর আগে এই প্লাটফর্মে বাংলাদেশ থেকে বাংলাভাষা ছাড়া আর কোনো ভাষা যোগ হয়নি। ফেসবুকে বাংলার পর চাকমা ভাষা হলো বাংলাদেশের দ্বিতীয় ভাষা।

- Advertisement -

ফেসবুকে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যোগ হওয়ায় বাংলাদেশ, ভারত ও বিশ্বের অন্যান্য দেশের চাকমা উত্তরসূরিরা এই ভাষা ব্যবহার করতে পারবেন।

- Advertisement -google news follower

ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করার জন্য প্রায় এক যুগ ধরে কাজ করছেন জ্যোতি চাকমা ও তার সহকারী বিভুতি চাকমা। চাকমা ভাষা যেন যোগ করা হয় সে জন্য তিনি ফেসবুক কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিলেন।

জ্যোতি চাকমা গণমাধ্যমকে বলেন, জানতে পেরেছি ছয় মাস আগে ফেসবুক চাকমা ভাষা যোগ করা হয়। তবে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের আপডেট না জানানোয় এতদিন বিষয়টি জানতে পারিনি। কয়েকদিন আগে ফেসবুকের ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে চাকমা ভাষার লিখিত রূপ দেখতে পাই।

- Advertisement -islamibank

এদিকে ফেসবুকে চাকমা ভাষা যোগ করার পাশাপাশি গত ১ আগস্ট গুগল কিবোর্ডেও চাকমা ভাষা সংযুক্ত করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM