আলীকদম সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর সাপ্তাহিক চিকিৎসা কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২০ আগস্ট) আলীকদম সেনা জোনের প্রত্যেয়ী তেইশ ‘র আয়োজনে মিষ্টিবাড়ির মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এতে আলীকদম সেনা জোনের ডা. ক্যাপ্টেন মো. সাদমান সিফাতের নেতৃত্বে একটি চিকিৎসক দল ১৩৮ জন সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা দেন এবং সেই সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

এসময় কয়েকজন রোগী জানান, আলীকদমে অনেক বড় একটি সরকারি হাসপাতাল আছে যেখানের চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে হাসপাতাল থেকে তেমন কোনো চিকিৎসাসেবা পাওয়া যায় না। এছাড়াও এ হাসপাতালে ডাক্তার আছেন মাত্র গুটিকয়েকজন এবং যারা আছেন তারাও নিয়মিত রোগী দেখেন না।

- Advertisement -islamibank

যার কারণে আমাদের চিকিৎসাসেবা অনেকটা অপ্রতুল। কিন্তু আলীকদম সেনা জোন থেকে আমাদেরকে সাপ্তাহিক যে চিকিৎসাসেবা দেওয়া হয় তার গুণগতমান অনেক ভাল। এতে এলাকার সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমন স্বাস্থ্যসেবাটাও ঠিকমত পাচ্ছে।

জয়নিউজ/হাসান/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM