খাগড়াছড়ির রামগড় দাতারাম পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র রামগড় থানায় জমা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত ৩টায় গুইমারা সেনা রিজিয়নের অধীনে সিন্দুকছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে যৌথবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টহল দল রামগড় দাতারাম পাড়ায় অভিযান চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে গামছায় পেছানো একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান জয়নিউজকে বলেন, সন্ত্রাসীরা এ অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। যৌথবাহিনীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে দুর্বৃত্তরা পালিয়েছে।