সম্প্রতি এক পাকিস্তানি নারীর সঙ্গে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার ঠান্ডা লড়াই চলে। এরপর এক পাকিস্তানি অভিনেত্রীও দাবি করেন, প্রিয়াঙ্কা চোপড়াকে জাতিসংঘের ‘গুড উইল অ্যাম্বাসাডর’ পদ থেকে সরিয়ে দেওয়া হোক। সেই একই দাবিতে এবার মাঠে নেমেছে পাকিস্তান সরকারও।
এবার জাতিসংঘের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। চিঠিতে ভারতের বিরুদ্ধে ৩৭০ ধারা ইস্যুতে ক্ষোভ উঠে এসেছে পাকিস্তানের। চিঠিতে লেখা হয়েছে, মোদি সরকারের হিংসাত্মক মনোভাবকে যেভাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সমর্থন করছেন, তাতে তা যুদ্ধের মনোভাব প্রকাশ পাচ্ছে।
পাশাপাশি, পাকিস্তান দাবি করেছে, প্রিয়াঙ্কা চোপড়া দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধকে সমর্থন করেন। তাই পাকিস্তানের দাবি, যদি প্রিয়াঙ্কাকে রাষ্ট্রসংঘের ‘গুড উইল অ্যাম্বাসাডর ফর পিস’ পদ থেকে এখুনি সরানো না হয়, তাহলে তা পদটির অপমান হবে।
জয়নিউজ/পিডি