পিত্তথলিতে বিভিন্ন কারণে পাথর জমে অনেক মানুষের। প্রথম অবস্থায় ছোট বালুকনার মতো থাকে এই পাথর পরে আস্তে আস্তে মটরের দানা অথবা তার থেকে বড় ও শক্ত হয়। কোনো নের্দিষ্ট কারণে নয় বরং খাদ্যাভ্যাস থেকে এই পাথর সৃষ্টি।
পিত্ত বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এই উপাদানগুলোর ক্ষেত্রে যেখানে যে পরিমাণ থাকা দরকার এর কম বশি হলে পাথর দেখা দিতে পারে।
এই রোগ স্থূল ও ওজনাধিক্য পুরুষদের তুলনায় নারীদের বেশি হতে দেখা যায়। এছাড়া চল্লিশোর্ধ্ব বয়স, জন্মনিয়ন্ত্রণ বড়িখাবার অভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদিতে এই রোগের ঝুঁকি থাকে।
পেটের ডানে, পেছনে কিংবা মাঝ বরাবর, কাঁধে, এমনকি বুকের ভেতর তীব্র ব্যথা ছড়িয়ে পড়া,বমিভাব বা বমি, হালকা জ্বর; এছাড়া হৃদরোগেও এ উপসর্গের কাছাকাছি ব্যথা হওয়া এই রোগের লক্ষণ।
জয়নিউজ/আরএস/পিডি