চট্টগ্রামে শুরু হয়েছে ‘দৃষ্টি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিটিউটের চেয়ারম্যান আবেদ খান যৌথভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
২২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চলবে এ প্রতিযোগিতা।
উদ্বোধনকালে মেয়র বলেন, আগামী প্রজন্মের পথপ্রদর্শক হবে আজকের বিতার্কিকরাই। যুক্তিবাদী তরুণরাই দেশকে সামনের দিকে নিয়ে যাবে।
এসময় মেয়র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বঙ্গবন্ধুকে নিয়ে লোগো আঁকা প্রতিযোগিতার ঘোষণা দেন। একইসঙ্গে বিজয়ীকে তাঁর পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি।
আবেদ খান বলেন, বিতার্কিক মানে যুক্তির মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। বিতর্কের মধ্য দিয়ে উদ্ভাসিত হয় নিগূঢ় সত্য। আর সত্য-ন্যায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে ইতিহাস। বিতর্ক যুক্তি দিয়ে সেই সত্যকে ফুটিয়ে তোলে।
দৃষ্টি-চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই ভট্টাচার্য, প্রতিযোগিতার স্পন্সর রবি’র চিফ করপোরেট অফিসার শাহেদ আলম, সাংবাদিক শওকত বাঙালি বক্তব্য রাখেন।