ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী নন বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার পরদিন এক মার্কিন দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আলোচনার জন্য তিনি আবেদন জানালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ ফিরিয়ে নিয়েছেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ করার আগে বা পরে কখনোই যোগাযোগ স্থাপনে ভারত উৎসাহ দেখায়নি বলে দাবি করেন তিনি।
ভারতের সঙ্গে তাই কথা বলে কোনো লাভ নেই জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, শান্তি ফেরানো এবং আলোচনার খাতিরে আমি যতবার প্রস্তাব দিয়েছি, ওরা সেটাকে তোষামোদ ভেবেছে। আমরা আর কিছু করতে পারব না।
ইমরান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে বাড়তে থাকা উত্তাপ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।
জয়নিউজ