বাংলার কিশোরদের উড়ন্ত সূচনা

ভুটানকে ৫-২ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

- Advertisement -

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে মাঠে নামে বাংলার কিশোররা।

- Advertisement -google news follower

ম্যাচের শুরু থেকেই ভুটানের রক্ষণে হানা দিতে থাকে বাংলাদেশের কিশোররা। ১৫ মিনিটের মাথায় দারুণ এক হেডে গোল করেন বাংলাদেশের ফরোয়ার্ড আল আমিন। ভুটান দুই মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে।

আল মিরাদ ম্যাচের ২১ মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ৩৩ মিনিটে আবার সমতায় ফেরে ভুটান।

- Advertisement -islamibank

বদলি মিডফিল্ডার শুভ’র গোলে প্রথমার্ধের শেষ দিকে ফের এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে মিরাদের আরও একটি গোল ও যোগ করা সময়ে ইমন ইসলাম বাবুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

রোববার (২৫ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করবে বাংলাদেশ।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM