ভারতে ভবন ধসে নিহত ২

ভারতের মুম্বাইয়ের অদূরে ভিওয়ান্দিতে চারতলা একটি ভবন ভেঙে পড়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিরাজ আনোয়ার আনসারি (২৩) ও মোহাম্মদ আকিব আনসারি (২২)।

- Advertisement -

এছাড়া অনেকেই ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন বলে ধারণা করছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা।

- Advertisement -google news follower

শুক্রবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে ভবনটি আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে। ফাটল দেখা দেওয়ার পর ভিওয়ান্দির শান্তিনগর এলাকার ভবনটিকে সরকারিভাবে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

ভারতের শীষস্থানীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ১০ বছরের পুরোনো ‘অবৈধ’ভবনে ফাটল দেখা দেওয়ার পর শুক্রবার রাতেই ২২টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

- Advertisement -islamibank

তবে কিছু লোক তাদের জিনিসপত্র সংগ্রহের জন্য ওই বহুতল ভবনের ভেতরে ঢুকে পড়েন। এরই মধ্যে ভবনটি ভেঙে পড়ায় তার ভেতরেই আটকা পড়ে যান তারা। এতে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বহুতল ভেঙে পড়ার পরেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM