অধ্যাপক মোজাফফরের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় এ শ্রদ্ধা জানানো হয়।

- Advertisement -google news follower

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব ও আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে সভাপতি শেখ হাসিনা মোজাফফর আহমদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

- Advertisement -islamibank

জানাজা শেষে মোজাফফর আহমেদকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এসময় এক মিনিট নীরবতাও পালন করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মোজাফফর আহমেদ মারা যান। তিনি ১৯৭১ সালের মুজিবনগর সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM