কাপ্তাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সনাতন সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২৪ আগস্ট) কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিনে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য ত্রিদিব দাশগুপ্ত, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সম্পাদক স্বপন কান্তি মহাজন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উৎপল কান্তি ভট্টাচার্য, চন্দ্রঘোনা আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয়ের সভাপতি নিতাইপদ দে, সাধারণ সম্পাদক সন্তোষ কান্তি দাশ ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।