কাজাখস্তানে প্রদর্শিত হচ্ছে পবিত্র কোরআনের ডিজিটাল কপি। মিউজিয়াম অব ইসলামিক কালচারের সাহায্যে দর্শনার্থীরা কোরআনের বিভিন্ন ভাষার অনুবাদ পাঠের সুযোগ পাচ্ছে।
বিশেষত ইংরেজি, কাজাখ ও রুশ ভাষায় কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা পড়তে পারছে দর্শনার্থীরা।
পূর্ব কাজাখস্তানে স্থাপিত ‘হালিফা আলতে’ জাদুঘরটি কোরবানির ঈদের সময় উদ্বোধন করা হয়।
ইসলামী জাদুঘরে এই অঞ্চলের প্রাচীন অনেক নিদর্শন স্থান পেয়েছে। বিশেষত কাজাখ মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে তাতে।