সরকার ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. রাহিদুল ইসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাহিদুল ইসলাম ভোলার বোরহান উদ্দিন থানার তছলিম মুন্সীর ছেলে।
শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আকবরশাহর একে খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, রাহিদুল ইংরেজিতে ‘রাহাত কবির’ নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি-ভিডিও প্রচারসহ অন্যের পোস্ট শেয়ার করে নানাসময় গুজব ছড়াতো।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।