মওদুদ আহমদের রিভিউ আবেদন খারিজ

বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পর আপিল বিভাগেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়।

- Advertisement -

ফলে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলার বিচার চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

- Advertisement -google news follower

দুদকের করা ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মওদুদ। আপিল বিভাগে এ আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন সাবেক বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে এ মামলায় কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

- Advertisement -islamibank

সম্পদ বিবরণীতে ব্যয়ের খাত উল্লেখ, মামলার অভিযোগ গঠন চ্যালেঞ্জ, আদালত পরিবর্তন ও মামলা স্থগিত চেয়ে এর আগেও বেশ কয়েকবার আবেদন করেছিলেন মওদুদ। তাঁর সেসব আবেদনও খারিজ হয়ে যায়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM