লালদীঘি থেকে ১১ ডাকাত গ্রেপ্তার

নগরের লালদীঘির পাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২৪ আগস্ট) রাতে জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত হোটেল তুনাজ্জিন আবাসিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লালদীঘি থেকে ১১ ডাকাত গ্রেপ্তার | 68818392 463246667561381 5657562884884922368 n

- Advertisement -google news follower

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন- ১) মো. লিয়াকত হোসেন (২৪), ২) মো. আকরাম প্রকাশ আরমান প্রকাশ সাগর (২৩), ৩) মো. হানিফ (৪০), ৪) মো. তৌফিক (২৬), ৫) মো. মাসুম (২৬), ৬) নয়ন মল্লিক (২২), ৭) মো. মিলন (২৫), ৮) মো. কামাল হোসেন (২৮), ৯) জামাল উদ্দিন (৩০), ১০) মো. কামাল প্রকাশ ভুসি কামাল (৩২) ও ১১) মো. মিজান (২৫)।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, ফেব্রুয়ারি ও জুনে নগরের জুবলি রোড ও নন্দনকানন এলাকায় দুটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনার অনুসন্ধানে নেমে একটি আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পায় পুলিশ। তারা চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ও বাণিজ্যিক এলাকায় শো-রুম, বিকাশের দোকান, কাপড়ের দোকান ও বড় মুদির দোকানে চুরি-ডাকাতি করে থাকে।

- Advertisement -islamibank

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ফের নতুন করে চুরি -ডাকাতির জন্য তারা চট্টগ্রাম এসেছিল।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র, চারটি কার্তুজ, একটি লোহার কাটার ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM