যৌনতার বিনিময়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে যুক্তরাজ্যে। এমন তথ্যই উঠে এসেছে বিবিসিরি অনুসন্ধানে। যুক্তরাজ্যে বাড়ি ভাড়া নিতে গিয়ে কিভাবে নারীরা যৌন হয়রানির স্বীকার হন তার প্রতিবেদনের জন্য এই অনুসন্ধান করা হয়।
যুক্তরাজ্যের কোন কোন বাড়ির মালিকরা যৌনতার বিনিময়ে বাসা ভাড়া দিতে চাইছেন। সেই সঙ্গে তাদের বিনামূল্যের বিভিন্ন সুবিধা এবং ওয়াইফাই ব্যবহারের প্রস্তাবও থাকছে।
অনলাইনেও এ ধরনের বাড়ি ভাড়া দেওয়া হবে বলে বিজ্ঞাপন দিয়েছে কয়েকজন ব্যক্তি। বিজ্ঞাপনে তারা বাড়ি ভাড়া মওকুফের পাশপাশি বিল দেওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে। কিন্তু শর্ত একটাই, সপ্তাহে একদিন তাদের বাড়ির মালিকের সঙ্গে বিছানায় যেতে হবে।
যুক্তরাজ্যের বিচার বিভাগ বলছে, এটা পুরোপুরি অবৈধ। এ রকম বিজ্ঞাপন দেওয়া বেআইনি। এর শাস্তি হিসেবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু তারপরেও এমন ঘটনা ঘটছে।
জয়নিউজ/বিবিসি