আজকাল বাজারে তেমন একটা নদী-বিলের মাছ দেখা যায় না। হারিয়ে যাচ্ছে মিঠা পানির মাছ। তার মধ্যে অন্যতম হলো ফলি মাছ। এক সময় আমাদের প্রাকৃতিক জলাভূমিগুলোতে প্রচুর পরিমাণে ‘ফলি মাছ’ পাওয়া গেলেও কালের বিবর্তনে প্রাকৃতিক জলাভূমিগুলো দূষিত হওয়ায় বিলুপ্তির পথে এখন সুস্বাদু এই মাছ।
বাজারে যেসব মাছ দেখা যায় তার ৯০ শতাংশ খামারের। কৃত্রিমভাবে উৎপাদিত খামারের মাছ দিয়েই মিটানো হচ্ছে মানুষের পুষ্টির চাহিদা।
সিলেট বা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে এই মাছটি ‘কাংলা মাছ’ নামে পরিচিত। যার ইংরেজি নাম Bronze Featherback এবং বৈজ্ঞানিক নাম Notopterus notpterus।
শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সহিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘ফলি’ মাছ স্বাদু পানির পাশাপাশি নোংরা জলেও বিচরণকৃত একটি মাংসাশী মাছ। বাজারে এর ব্যাপাক চাহিদা থাকা শর্তেও বাংলাদেশের জলাভূমি্তে এ মাছের অবস্থান শংকটাপন্ন।
জয়নিউজ/আরএস/পিডি