দীঘিনালায় ৩ ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির দীঘিনালার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

- Advertisement -

সোমবার (২৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন- জিতেন্দ্র চাকমা, নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা একই উপজেলার কপাপুর এলাকার বাসিন্দা তারা ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদলের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি ছুঁড়ে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনদচুগ এলাকায় এই তিনজনের মৃত্যু হয়।

- Advertisement -islamibank

এঘটনায় এলাকায় তল্লাশি চালিয়ে বেশ ক’টি অস্ত্র উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেছে সূত্রটি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেন, রোববার দিবাগত রাত তাদের বাসা থেকে তুলে নেওয়ার পর সোমবার ভোরে নির্জন এলাকায় তাদের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত হয়ে পরে গণমাধ্যমকে জানানা হবে জানান তিনি।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM