এবার কাউন্সিলর মানিকের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ

নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিককে (৫৫) নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -

সোমবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয়।

- Advertisement -google news follower

লালখান বাজার মতিঝর্ণা এলাকার মৃত আবদুল মনাফের ছেলে মোহাম্মদ জাবেদকেও একই নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিক ও মোহাম্মদ জাবেদ মতিঝর্ণা ৭নং গলি এলাকায় পাহাড় কাটার অভিযোগ করেন একই এলাকার বাসিন্দা মো. নুরুল আজম।

- Advertisement -islamibank

অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট সকাল সাড়ে ১১টায় শুনানির জন্য উভয়পক্ষকে পরিবেশ অধিদপ্তরে হাজির হতে বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, শুনানিতে উপস্থিত না থাকলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM