নগরের জিইসি মোড় সেন্ট্রাল প্লাজায় অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রির অপরাধে চারটি ওষুধের দোকান মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান। এসময় প্রায় ৫০ হাজার টাকা দামের জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে হক ফার্মেসিকে ১৫ হাজার, নিজামপুর ড্রাগসকে ৭ হাজার, মেডিসিন সপকে ১০ হাজার ও সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান জয়নিউজকে বলেন, জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার নিচতলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে ৪টি ফার্মাসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানে জব্দকৃত প্রায় ৫০ হাজার টাকা দামের অনুমোদনহীন ও নকল ওষুধ ধ্বংস করা হয়।