খাগড়াছড়িতে পুড়ল ৭ বসতঘর

খাগড়াছড়িতে ইয়ংড বৌদ্ধ বিহার সংলগ্ন রুখই চৌধুরী পাড়ায় আগুনে পুড়ে গেছে সাত বসতঘর।

- Advertisement -

সোমবার(২৬ আগস্ট) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে জ্বলে উঠে একটি ঘর। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতেও। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় দীর্ঘ দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হলেও স্থানীয়দের অভিযোগ ছিল ফায়ার সার্ভিসের বিরুদ্ধে। দায়িত্বে অবহেলাসহ কালক্ষেপণ না করলে শেষ সম্বলটুকু হলেও রক্ষা করা যেত বলে জানান ক্ষতিগ্রস্তরা।

- Advertisement -islamibank

রাতেই খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ২০ হাজার টাকা ও পৌরসভার মেয়র রফিকুল আলম ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেন।
জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM