গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১০ কাঠা প্লট চেয়ে করা আবেদনপত্র প্রত্যাহার করেছেন বিএনপির সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (২৭ আগস্ট)এক চিঠিতে প্লট চেয়ে করা আবেদনটি প্রত্যাহার করেন তিনি।
আরও পড়ুন: আমার চিঠি কী অবৈধ, প্রশ্ন রুমিনের
ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে ৩ আগস্ট ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
রুমিন মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারীকে দিয়ে মন্ত্রণালয়ে এই প্রত্যাহারপত্র পাঠান।