নগরের ডিসি রোডে শাখাওয়াত হোসেন ফাহিম নামে এক যুবকের গলিত লাশ উদ্ধারের ঘটনায় আরিফ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাতে ভোলা জেলা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, নিহত শাখাওয়াত হোসেন ফাহিম ও আরিফ দুজনেই প্রতিবেশী হিসেবে একই এলাকায় বসবাস করার পাশাপাশি একসঙ্গে ইয়াবা সেবন করত। ফাহিম বিভিন্ন সময় আরিফের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করত এবং তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলত। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ তাকে ছুরি দিয়ে হত্যা করে।
মেহেদী হাসান বলেন, এ ঘটনায় ফাহিমের বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করলে পুলিশ ভোলা থেকে আরিফকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, চকবাজার জোনের সহকারী কমিশনার মুহাম্মদ রাইসু্ল ইসলাম, চকবাজার থানার ওসি মো. নিজাম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।