নগরের জমিয়তুল ফালাহ মসজিদে রোববার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৩৪তম আন্তর্জাতিক শাহাদাত-এ-কারবালা মাহফিল। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, এবার বাংলাদেশসহ ৭টি দেশের ১৪ জন ইসলামি চিন্তাবিদ মাহফিলে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। আমরা জঙ্গিবাদবিরোধী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহফিলে অংশ নেবেন হজরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ), শাহজাদা আল্লামা সৈয়দ আহমদ শাহ (মজিআ), বড়পীর আবদুল কাদের জিলানির (র.) আওলাদ আশ-শাইখ আল্লামা আফিফুদ্দিন আল জিলানি, ভারতের কাসওয়াসা দরবারের সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ মাহমুদ আশরাফ আল জিলানি, আল্লামা হাশেমি মিয়া আশরাফি আল জিলানি, মাওলানা সৈয়দ মুহাম্মদ নূরানি মিয়া হাশেমি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান ইসলামি স্কলার প্রফেসর ড. ইউসরী রুশদী, শ্রীলংকার আল্লামা মুহাম্মদ ইহসান ইকবাল কাদেরি, কলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব মাওলানা বারকাতি ও খতিবে লা-সানি মাওলানা আকবর ইহসানি প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন আনজুমানের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি পেয়ার মোহাম্মদ, সিরাজুল মোস্তফা, আনোয়ারুল হক, আবদুল হামিদ, ড. মোহাম্মদ জাফর উল্লাহ, প্রফেসর কামাল উদ্দিন, আবদুল হাই মাসুম, দিলশাদ আহমদ প্রমুখ।