বঙ্গবন্ধুর সময়ে দেশে কোনো জঙ্গি ছিল না। পরে যারা দেশ শাসন করেছে তারাই সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি করেছেন। ‘ইসলামের নামে যারা জঙ্গি হামলার মতো জঘণ্য অপরাধ করছে তারা ইসলামের কেউ নয়।
সুচিন্তার উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
বুধবার (২৮ আগস্ট) কামাল ইশকে মুস্তাফা (দ.) ফাজিল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেয়র আরো বলেন, ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না। অথচ তারা জিহাদের নাম দিয়ে নিরীহ মানুষজনকে হত্যা করছে। এদের ধর্ম নেই, এরা ইসলামের শত্রু’ বলে উল্লেখ করেন মেয়র নাছির।
সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক মো. আমিন উল্লাহর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কামাল ইশকে মুস্তাফা (দ.) কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান ছৈয়দ মুহাম্মদ আনোয়ার হোছাইন (মাজিআ)।
বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো জাত নেই, ধর্ম নেই। তাদের কোনো পরিচয়ও নেই। এদের পরিচয় একটাই কেবল অপরাধী। এদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা অনুধাবনেই মিলবে মুক্তি।
সভাপতির বক্তব্যে জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবাদ নির্মূলে আলেমদের অনেক ভূমিকা রয়েছে। মসজিদে মসজিদে মুসল্লিদের বোঝাতে হবে। শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা দিতে হবে। তবেই জঙ্গি নির্মূল হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন, এম কায়কোবাদ, মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির, বাংলাদেশ কেন্দ্রীয় ধর্ম ও উপ কমিটির সদস্য মাওলানা রবিউল আলম সিদ্দিকী ও ডা. মাওলানা ইউনুছ ওয়াহেদী।
এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ নাজেম উদ্দিন, মাওলানা শহীদুল্লাহ, নিলুফার আকতার, মুহাম্মদ মনজুরুল আলম, আবদুল আলিম, ওমর ফারুক নওফেল ও মাওলানা আবদুল কাদের।
এর আগে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।