অবশেষে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডে গ্যাসের পুনঃসংযোগ দিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন (কেজিডিসিএল)কোম্পানি লিমিটেড। এতে প্রায় ২৪ দিনের দুর্বিষহ জীবনের অবসান ঘটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রমিক-কর্মচারীরা।
বুধবার (২৮ আগস্ট) বিকালে গ্যাস সংযোগ দেয় কেজিডিসিএল।
জানা যায়, ৪ আগস্ট থেকে মিটারিং পার্টসের ত্রুটিজনিত কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল।এতে কেপিএমের কাগজ উৎপাদন বন্ধ থাকে।
কেপিএমের জিএম (এমটিএস) স্বপন কুমার সরকার জয়নিউজকে বলেন, বুধবার বিকালে কেজিডিসিএল আমাদের গ্যাস সংযোগ দিয়েছে।এতে শ্রমিক- কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মিলের ছোটখাটো ম্যান্টেনেইস কাজ শেষে উৎপাদন প্রক্রিয়া শুরু করা হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে মিল উৎপাদনে যেতে পারবে বলে তিনি জানান।
কেপিএমের সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক জয়নিউজকে বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন সমগ্র কেপিএম জুড়ে শান্তির বাতাস বইছে। আমরা বৃহস্পতিবার থেকে উৎপাদনে যেতে পারব ইনশাআল্লাহ।