নগরের পার্কভিউ হসপিটালে মোহাম্মদ সাকের (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় সাকের মাইগ্রেনের ব্যথা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মোহাম্মদ সাকেরের ভাগ্নে ফুয়াদ জয়নিউজকে জানান, তার মামা মোহাম্মদ সাকের বুধবার বিকেল সাড়ে তিনটায় মাইগ্রেনের ব্যথায় পার্কভিউ হসপিটালে ভর্তি হন। বিকেল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। ভর্তি হওয়ার এক ঘন্টা পরও কোন চিকিৎসক তাকে দেখেননি।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, মোহাম্মদ সাকেরকে ভর্তি করানোর পর ডা. এম হাসানকে কল করা হয়। ডা. আসার পর ওনার সামনেই সাকের মারা যান। এ ঘটনার পরপর রোগীর আত্মীয়-স্বজন হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবর জয়নিউজকে বলেন সন্ধ্যে সাড়ে ছয়টা পর্যন্ত পাঁচলাইশ থানায় এ বিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি। তবে রোগীর মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালটিতে মোবাইল টিম পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মোহাম্মদ সাকের পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি নগরের আগ্রাবাদ এলাকায়।
জয়নিউজ/এফএম/এফও