মুরাদপুরে হকার ও টেম্পোস্ট্যান্ড উচ্ছেদ

নগরের মুরাদপুরে জনসাধারণকে দুর্ভোগ থেকে মুক্ত করতে অবৈধভাবে ফুটপাত দখলকারী ও সড়ক দখল করা টেম্পোস্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার ( ২৮ আগস্ট) মুরাদপুর মোড়ের বাসস্ট্র্যান্ড থেকে ১নং রেল গেট পর্যন্ত ফুটপাত ও সড়ক দখলকারীদের উচ্ছেদ করা হয়।

- Advertisement -google news follower

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁইয়া জয়নিউজকে বলেন, ফুটপাত ও সড়ক দখলের কারণে সাধারণ মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছিল। তাই মুরাদপুর এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যেই ফুটপাত দখল করে থাকা অধিকাংশ দোকানপাট তুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে টেম্পোস্ট্যান্ডও উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এ অভিযান বেশ কয়েকদিন ধরে চলছে। তারই ধারাবাহিকতায় নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাকের নেতৃত্বে বৃহস্পতিবারও আমরা উচ্ছেদ অভিযান চালাব।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM