ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। বর্তমানে তা নেমে এসেছে পাঁচ শতাংশে। দেশটির অর্থনীতিতে গত ছয় বছরের মধ্যে যা সবচেয়ে কম।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতি প্রবৃদ্ধি কমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আর অর্থনীতিকে এ থেকে টেনে তোলার পদক্ষেপও নেওয়া হচ্ছে।
চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্রবৃদ্ধির হার ৫ শতাংশ। অন্যদিকে জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৮ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে কলকাতার দৈনিক আনন্দবাজার এ তথ্য জানায়।
পত্রিকাটির খবরে বলা হয়, ২০১৩ সালের জানুয়ারি-মার্চের পর থেকে প্রবৃদ্ধির হার এত নিচে কখনও নামেনি। তখন বৃদ্ধির হার ৪ দশমিক ৩ শতাংশে নামায় মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছিল বর্তমানে ক্ষমতাসীন দল বিজেপি।
ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনীতিবিদ দেবেন্দ্র পন্থের মতে, শুধু ওঠানামা নয়, এর পিছনে কাঠামোগত সমস্যাও রয়েছে।
অন্যদিকে সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রামনিয়ম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে।