হাটহাজারীতে সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন জয়নিউজকে বলেন, পরিবেশের মানোন্নয়নে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগেও উপজেলা প্রশাসন গত দেড় মাসে প্রায় ১০ হাজার চারা রোপণ করে।
তিনি আরও বলেন, হাটহাজারী উপজেলায় মোট ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে তিনটি করে চারা রোপণ করা হয়েছে।