সব্যসাচীর ‘পথের সাথী’ সুবর্ণা

শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’। এটি পরিচালনা করছেন ‘ভুবন মাঝি’-র পরিচালক আরেফীন খান

- Advertisement -

দুই বয়স্ক মানুষ বাড়িতে একা। তাদের ছেলেমেয়েরা বিদেশে। তাদের মধ্যে আলাপ জমে। দেখা হয় রোজ। কিছু প্রেমাস্পর্শ। তারপর?

- Advertisement -google news follower

খুব চেনা ছবি থেকে অচেনা গল্প বলেছেন শুভজিৎ।

‘‘এই অচেনা গল্প ঘিরে দু’জন প্রটাগোনিস্ট। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। একজন পুরুষ আর একজন নারী। কী সেই সিদ্ধান্ত? কেন সিদ্ধান্তের বিরোধীপক্ষ তৈরি হয়? এ নিয়েই চিত্রনাট্য”- জানালেন শুভজিৎ।

- Advertisement -islamibank

ছবিতে পুরুষের ভূমিকার কোলকাতার দক্ষ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, আর নারী চরিত্রে বাংলাদেশের অভিজ্ঞ অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
লন্ডন আর কক্সবাজারে দুই প্রবীণ মানুষের বন্ধুতার গল্প শুট হয়েছে। এই ছবিতে একটি গানের দায়িত্বে আছেন দেবজ্যোতি মিশ্র। আরেফিন জানালেন, সেই গান হয়তো রূপঙ্কর গাইবেন। আর একটি গান গাওয়ানোর চেষ্টা চলছে অঞ্জন দত্তকে দিয়ে।

চিন্তার গণ্ডিবদ্ধতাকেই প্রশ্ন করছে এই ছবি। ধর্ম-বর্ণ-গোত্রকে ছাড়িয়ে ভারতের নদী স্রোত বয়ে যাবে নীল বন্ধুতার বাংলাদেশের মেঠো শরীরে!

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM