হালদা নদী থেকে বালু উত্তোলনের একটি ড্রেজার জব্দ ও ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নের আলমের কুম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
এ ব্যাপারে তিনি বলেন, হালদা নদীর ছিপাতলী ইউনিয়নের আলমের কুম এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি ড্রেজার জব্দ ও ধ্বংস করেছি। এছাড়া গত ১১ মাসে এখন পর্যন্ত ১৭টি ড্রেজার ও বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছি।
হালদা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জয়নিউজ/তালেব/এসআই