ভারতে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) পৌনে ৪টায় দূরদর্শন ডিটিএইচের মাধ্যমে বিটিভির রামপুরা ভবন থেকে সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারতে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হলো। দুই দেশের মানুষের সংস্কৃতি খুব কাছাকাছি। বিশেষ করে কলকাতার সঙ্গে নৈকট্য রয়েছে। ভারতে বিটিভির প্রচারের মধ্যে দুই দেশের মধ্যে নৈকট্য আরও বাড়বে।
তথ্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি।
বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ভারতজুড়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম চলবে।